শিশুদের প্রতি সহিংসতা বন্ধ, তাদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণ এবং বাল্যবিয়ে প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। ইউনিসেফের অর্থায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের 'স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি)' প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নান, দুলভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজম, কানসাট ইউপি চেয়ারম্যান সেফাউল মুলক, শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা এবং বিনোদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমিন।
সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হতে হবে। এ লক্ষ্যে বিদ্যালয়ভিত্তিক কর্মসূচি, উঠান বৈঠক ও অভিভাবক সমাবেশ আয়োজনের পাশাপাশি স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ যেমন—ইমাম, কাজী, পুরোহিত, জনপ্রতিনিধি ও শিক্ষকদের সম্পৃক্ত করে ওয়ার্ড পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক সভা আয়োজনের তাগিদ দেওয়া হয়।
তারা আরও বলেন, শুধু সচেতনতা সৃষ্টি করলেই হবে না; প্রয়োজন হলে আইনের আশ্রয় নিতে হবে এবং আইন প্রয়োগের মাধ্যমে সমাজে বাল্যবিয়ে ও শিশু সহিংসতা বন্ধ করতে হবে।
সভায় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, নিজেরা সচেতন হলে এবং সচেতনতা ছড়িয়ে দিলে সমাজে বাল্যবিয়ের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।
সভা শেষে শিশু সুরক্ষা এবং বাল্যবিয়ে প্রতিরোধে সকলে সামাজিক দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও পড়ুন:








