গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে শহরের দক্ষিণ কালিবাড়ি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মোবারক হোসেন আকন্দ।
জেলা জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি জুনায়েদ হাসান, জেলা অফিস সম্পাদক মনির হোসেন, যুব ও আইনবিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান মাহমুদ।
সমাবেশে বক্তারা গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। জেলা আমীর মোবারক হোসেন আকন্দ বলেন, ‘যারা দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল, যারা ৫ আগস্ট পালিয়ে দাদার বাড়ি দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছিল, আমরা বলেছি, ৫ আগস্টই আমাদের দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু আজ এক বছরও পেরোয়নি, গোপালগঞ্জ কি আলাদা কোনো এলাকা হয়ে গেছে? ফ্যাসিস্ট হাসিনা দেশ ছাড়ার পরও কীভাবে একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে হামলা চালানো হয়? এটা কি কোনো স্বাধীন রাষ্ট্র?’
তিনি দ্রুত সময়ের মধ্যে গোপালগঞ্জকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত করে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আরও পড়ুন:








