রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

বাঞ্ছারামপুরে শীর্ষ সন্ত্রাসী কসাই রুবেলসহ দুইজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৫ ১৮:৩২

শেয়ার

বাঞ্ছারামপুরে শীর্ষ সন্ত্রাসী কসাই রুবেলসহ দুইজন গ্রেফতার
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ডাকাতি, অস্ত্র ও মাদকের একাধিক মামলার আসামি কসাই রুবেল (৪২) ও তার সহযোগী সোহেল মিয়া (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৪টার দিকে পৌর এলাকার সোনালী ব্যাংকের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

বাঞ্ছারামপুর থানা সূত্র জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন থানায় ২৩টিরও বেশি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে ডাকাতি, চুরি, মাদক ও অস্ত্র আইনে দায়েরকৃত মামলা।

বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



banner close
banner close