রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

চকরিয়ায় কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মূল হোতা গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৫ ১৮:০১

শেয়ার

চকরিয়ায় কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মূল হোতা গ্রেফতার
ছবি সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় পুলিশ কনস্টেবলের স্ত্রীর উপর সংঘটিত ধর্ষণ ও চুরির ঘটনায় অভিযুক্ত আবুল কালাম ওরফে পারভেজ (৫০) নামে একাধিক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) রাতে অভিযান চালিয়ে চকরিয়া থানা পুলিশ পারভেজকে গ্রেফতার করে। শুরুতে চুরি মামলায় তাকে গ্রেফতার দেখানো হলেও মোবাইল কললিস্ট বিশ্লেষণ ও ভিকটিমের বর্ণনার ভিত্তিতে ধর্ষক হিসেবে চিহ্নিত করা হয় তাকে। পরে ধর্ষণ মামলায়ও গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

আবুল কালাম চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মগবাজার খামার পাড়ার বাসিন্দা মেহের আলীর ছেলে। বর্তমানে লামার ইয়াংছা ও চকরিয়ার সবুজবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতো। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি ও পুলিশের ওপর হামলার একাধিক মামলা রয়েছে। এসব মামলা থেকে বাঁচতে সে বিভিন্ন এলাকায় বাসা পরিবর্তন ও একাধিক বিয়ে করে আত্মগোপনে থাকতো।

জানা গেছে, ১৫ জুলাই রাত ৩টার দিকে মুখোশধারী একজন ব্যক্তি চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি বাসার জানালা দিয়ে বাঁশ ঢুকিয়ে দরজার হুক খুলে ভেতরে ঢোকে। পরে ছুরির ভয় দেখিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণ করে এবং নগদ টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় ভিকটিম তার দুই সন্তান নিয়ে বাসায় ছিলেন; স্বামী কর্মস্থলে কক্সবাজারে অবস্থান করছিলেন।

এ ঘটনায় ভিকটিমের স্বামী চকরিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে সনাক্ত ও গ্রেফতার করে।



banner close
banner close