রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

সিরাজগঞ্জে কাঁঠাল ও মুড়ি খেয়ে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৫ ২২:৫৪

শেয়ার

সিরাজগঞ্জে কাঁঠাল ও মুড়ি খেয়ে দুই শিশুর মৃত্যু
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে কাঁঠাল ও মুড়ি খেয়ে খাদ্য বিষক্রিয়ায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা আপন ভাই-বোন—বাকি বিল্লাহ (৫) ও আছিয়া খাতুন (৪)।

বুধবার (১৬ জুলাই) দুপুরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কাঁঠাল ও মুড়ি খাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়ে। অবস্থার অবনতি হলে তাদের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুদ্বয়কে মৃত ঘোষণা করেন।

নিহতদের পিতা নুরুল হক স্থানীয় একটি তাঁত কারখানার শ্রমিক হিসেবে কাজ করেন।

খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. জুলফিকার আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্য বিষক্রিয়ার কারণেই শিশু দুটি মারা গেছে। তবে চূড়ান্ত কারণ জানতে প্রয়োজনীয় পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

অকাল এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।



banner close
banner close