সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

এনসিপির কর্মসূচিতে হামলা, ঢাকা-যমুনা সেতু মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৫ ২০:৪৯

শেয়ার

এনসিপির কর্মসূচিতে হামলা, ঢাকা-যমুনা সেতু মহাসড়ক অবরোধ
ছবি সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এনসিপির কর্মী- সমর্থকেরা। এ সময় মহাসড়কে ২০ মিনিট ব্লকেড কর্মসূচি চালান; এরপর চলে যান।

বুধবার বিকেল ৫টার দিকে টাঙ্গাইল শহরের পৌর উদ্যান থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি বিকেল ৬ টায় ঢাকা-টাঙ্গাইল মহাড়কের আশেকপুর বাইপাস এলাকায় গিয়ে উত্তরবঙ্গগামী লেনে অবস্থান নেয় এবং ব্লকেড কর্মসূচি পালন করে। এ সময় মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে যানবাহনের দীর্ঘ সারি দেখা দেয়। কর্মসূচি শেষ হলে এরপর যানচলাচল স্বাভাবিক হয়।

এ সময় ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ‘গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার, ‘সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’— ইত্যাদি স্লোগান দেন আন্দোলনকারীরা।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টাঙ্গাইলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টাঙ্গাইল জেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহমুদুর রহমান রাসেল, সদস্য ইশরাত জাহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আক্তারুজ্জামান সাজু প্রমুখ ।



banner close
banner close