গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলার প্রতিবাদে শেরপুরে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির স্থানীয় নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেল পাঁচটার দিকে শেরপুর–ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের অষ্টমীতলা পুলিশ লাইনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সড়ক অবরোধের সময় বিক্ষোভকারীরা ‘গোপালগঞ্জে হামলা কেন? প্রশাসন জবাব চাই’, ‘আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগানে কর্মসূচি এলাকা মুখরিত করে তোলে।
সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখার মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন বলেন, “আমরা দেখেছি কীভাবে গোপালগঞ্জে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রকাশ্যে সাউন্ড সিস্টেম, চেয়ার ও মঞ্চ ভাঙচুর করেছে। এরপর এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা হয়েছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
জেলা শাখার আহ্বায়ক মামুনুর রহমান বলেন, “২৪ জুলাইয়ের গণআন্দোলনের পর যদি প্রশাসন কার্যকর ব্যবস্থা নিত, তাহলে আজকের হামলা হতো না। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কর্মসূচি চলতে থাকবে। তবে জনগণের ভোগান্তির কথা বিবেচনায় কেন্দ্রীয় নির্দেশে আপাতত এই অবরোধ তুলে নেওয়া হয়েছে।”
এনসিপির শেরপুর জেলা সদস্য রাশেদ বলেন, “গোপালগঞ্জে আমাদের জাতীয় নেতাদের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে আমরা এ কর্মসূচি পালন করছি। আমরা এই সন্ত্রাসী ঘটনার বিচার চাই।”
সড়ক অবরোধ চলাকালে মহাসড়কে যান চলাচলে কিছু সময়ের জন্য বিঘ্ন ঘটে। তবে পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন:








