সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ

ঝালকাঠি প্রতিনিধি:

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৫ ১৯:৪০

শেয়ার

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ
ছবি সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির স্থানীয় নেতা-কর্মীরা।

বুধবার (১৬ জুলাই) বিকেলে বরিশাল–খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কলেজ মোড়ে এ কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, “২৪ জুলাইয়ের গণআন্দোলনের পর গোপালগঞ্জে হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে আজকের এই হামলা হতো না। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন আরও তীব্র হবে।”

সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শতাধিক যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।



banner close
banner close