সৎ থাকুন, ঘুষ খাবেন না, এবং ফাইল লাল ফিতায় আটকে রাখবেন না"—সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে এমন সতর্কবার্তা দিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বুধবার (১৬ জুলাই) সাতকানিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, এলজিইডি প্রকৌশলী সবুজ কুমার দে, আইসিটি কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন, কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা রিকল চাকমা ও অন্যান্য কর্মকর্তা।
উপদেষ্টা বলেন, “জুলাই বিপ্লবের পর আমরা চ্যালেঞ্জের মধ্যেই দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছি। কিন্তু অভিজ্ঞ ও দক্ষ উপদেষ্টারা দায়িত্ব পালনে প্রস্তুত। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচন সংক্রান্ত দপ্তরকে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।”
তিনি আরও জানান, সরকার নির্ধারিত সময়েই নির্বাচনের তারিখ ঘোষণা করবে এবং একটি নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।
আরও পড়ুন:








