সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

গোপালগঞ্জে সংঘর্ষের পর পুলিশ কার্যালয়ে অবরুদ্ধ এনসিপি নেতারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৫ ১৬:০৯

শেয়ার

গোপালগঞ্জে সংঘর্ষের পর পুলিশ কার্যালয়ে অবরুদ্ধ এনসিপি নেতারা
ছবি সংগৃহীত

গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলেও সেখানে অবরুদ্ধ হয়ে পড়েছেন।

বুধবার (১৬ জুলাই) দুপুরে সমাবেশ শেষে ফেরার পথে গোপালগঞ্জ সদর উপজেলার লঞ্চঘাট এলাকায় এনসিপির গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এনসিপির নেতারা নিরাপত্তার খোঁজে পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করেন।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, “আমরা এখন পুলিশ সুপারের কার্যালয়ে অবরুদ্ধ। পুলিশ সুপার উপস্থিত নেই। বাইরে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থকরা পেট্রোল বোমা নিক্ষেপ করছে।”

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুরে শহরের সমাবেশস্থলে ছাত্রলীগের একটি মিছিল হঠাৎ করে এসে ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলে এবং চেয়ার ভাঙচুর করে। ওই সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা শহরে অবস্থান করলেও মঞ্চে উপস্থিত ছিলেন না। পরবর্তীতে তারা মঞ্চে উঠে বক্তব্য প্রদান করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ চলমান ছিল এবং কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।



banner close
banner close