কুমিল্লার দেবিদ্বার পৌরসভার সাইলচর এলাকায় নিজ ঘরে ঢুকে ঝরনা বেগম (৩৮) নামের এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের সুস্পষ্ট কারণ জানাতে পারেনি পুলিশ কিংবা নিহতের স্বজনরা।
বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) বাঁধন ঘটনাস্থলে গিয়ে গলাকাটা মরদেহটি উদ্ধার করেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য দুপুরের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
পুলিশের প্রাথমিক ধারণা, মঙ্গলবার গভীর রাতে কোনো এক সময়ে নিহতের স্বামী আব্দুল করিমের বাড়িতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুউদ্দিন মো. ইলিয়াছ বলেন, “সকাল সাড়ে ৯টায় মোবাইল ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, ঝরনা বেগমকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”
তিনি আরও জানান, ঘটনার সময় নিহতের স্বামী পাশের ঘরে ছিলেন। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। ঘটনার পর থেকে দেবিদ্বার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ (এএসপি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন:








