নওগাঁ শহরের কাজীর মোড় এলাকায় বসতবাড়ির সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নিজের বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। সোমবার (১৪ জুলাই) এই ঘটনা ঘটে।
অভিযোগকারী মা বিলকিস আক্তার জানান, তার একমাত্র ছেলে জুমাতুল ইসলাম সৌরভ গেইটে তালা লাগিয়ে তাকে ফ্ল্যাটে ঢুকতে দিচ্ছেন না।
বিলকিস আক্তার জানিয়েছেন, তার স্বামী প্রায় ৩০ বছর আগে কাজীর মোড়ে ১০ শতক জমির ওপর দুইতলা বাড়িটি নির্মাণ করেন। তিনি ওই বাড়ির দোতলায় বসবাস করতেন। স্বামীর মৃত্যুর পর বসতবাড়ির মালিকানা নিয়ে ছেলে সৌরভের সঙ্গে বিরোধ শুরু হয়। মা ও দুই মেয়ে নিজের অংশ বুঝে নিতে চাইলে সৌরভ তাদের চাপ দিতে থাকেন জমি লিখে দেওয়ার জন্য।
বিবাদের একপর্যায়ে বিলকিস আক্তার শহরের বড় মেয়ের বাসায় চলে যান। তবে মাঝেমধ্যে নিজের বাড়িতে যেতেন। সোমবার সকালে যখন তিনি ফ্ল্যাটে উঠতে যান, তখন দেখেন সিঁড়ির মুখে লোহার গেইটে তালা ঝুলছে। ছেলেকে ফোন করলে তিনি জানান, "তুই দুই আনার মালিক, তুই গিয়ে পাথারে গিয়ে থাক। এই বাড়িতে তোর জায়গা হবে না।"
বিলকিস আক্তার আরও বলেন, তার বড় মেয়ে ও ছোট মেয়ে (যিনি কানাডায় অবস্থান করেন) তাদের অংশ তাকে লিখে দিয়েছেন। এখন তিনি বসতবাড়ির প্রায় ৭০ শতাংশের মালিক হলেও ছেলে তাকে ঢুকতে দিচ্ছে না।
বিলকিস আক্তারের জামাতা ডা. আবুজার গাফফার জানান, "আমার শ্যালক আগেও শাশুড়িকে গায়ে হাত তুলেছে। এ নিয়ে মামলা রয়েছে। তার মানবতাবোধ নেই। মা-বোনদের জমি জোর করে লিখে নিতে চায়।"
অভিযোগের বিষয়ে ছেলে জুমাতুল ইসলাম সৌরভ বলেন, "বাড়ি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মারামারি ও মামলা হয়েছে। মা এখন বড় বোনের জিম্মায় আছেন আদালতের নির্দেশে। আমি মনে করি, তিনি আমার জীবনের জন্য হুমকি। তাই তাকে ঢুকতে দিচ্ছি না।"
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, "বিষয়টি জানার পর পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া
আরও পড়ুন:








