সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

নৈতিকতা ও মানবিক গুণে গড়া শিক্ষার্থীই হবে জাতির ভবিষ্যৎ: ধর্ম উপদেষ্টা

চট্টগ্রাম প্রতিনিধি:

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৫ ২০:৩৯

শেয়ার

নৈতিকতা ও মানবিক গুণে গড়া শিক্ষার্থীই হবে জাতির ভবিষ্যৎ: ধর্ম উপদেষ্টা
ছবি বাংলা এডিশন

শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, একজন শিক্ষার্থীর মধ্যে থাকতে হবে নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ—তবেই সে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। আর ইসলামী শিক্ষার মাধ্যমেই এসব গুণ অর্জন সম্ভব। মাদ্রাসাগুলো জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে—এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই তৈরি হবে আগামী দিনের নেতৃত্ব।

মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া জামিয়াতুল আনওয়ার হেমায়তুল ইসলাম মাদ্রাসা পরিদর্শনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা।

তিনি আরও বলেন, “যেখানে থাকবে শিক্ষা, নৈতিকতা ও ইসলামের আলো—সেখানে গড়ে উঠবে আদর্শ সমাজ। ধর্মীয় শিক্ষা শুধু আত্মিক উন্নয়ন নয়, বরং সামাজিক ও রাষ্ট্রীয় স্থিতিশীলতারও অন্যতম ভিত্তি।”

ধর্ম উপদেষ্টার আগমনে মাদ্রাসা প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।



banner close
banner close