সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

সিরাজগঞ্জে ২ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৪ গ্রাম, শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৫ ১৮:০৮

শেয়ার

সিরাজগঞ্জে ২ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৪ গ্রাম, শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে মাত্র ২ মিনিটের এক ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে চারটি গ্রাম—চরচিলগাছা, চিলগাছা, বাহুকা ও ইটালি। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ২টার পর হঠাৎ এই দুর্যোগে শতাধিক ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়।

ঝড়ের তাণ্ডবে অনেক ঘরবাড়ির টিন উড়ে গেছে, গাছ ভেঙে পড়েছে রাস্তা ও বিদ্যুতের লাইনের ওপর। ফলে বন্ধ হয়ে গেছে যানচলাচল ও বিদ্যুৎ সংযোগ। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, বিদ্যুতের খুঁটি ও মুরগির খামারও।

রতনকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম ধুল্লু জানান, "মাত্র ২ মিনিটের ঝড়ে অসংখ্য ঘরবাড়ি ও গাছপালা ভেঙে গেছে। অনেকের ঘর উড়ে গিয়ে অন্যত্র পড়েছে।"

চরচিলগাছা গ্রামের বাসিন্দা রুবেল বলেন, "বৃষ্টির মধ্যে ঘরে ছিলাম। হঠাৎ ঝড় শুরু হলে চোখের সামনে সব কিছু শেষ হয়ে যায়। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে।"

রতনকান্দি ইউপির প্রশাসনিক কর্মকর্তা জুবায়েল হোসেন জানান, শুধু চরচিলগাছা গ্রামেই অন্তত ৫০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউএনও অফিসে খবর পাঠানো হয়েছে, ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়ন করা হচ্ছে।

ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. মেরাজ হোসেন মিসবাহ বলেন, "ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি চলছে। দ্রুত সহায়তা দিতে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে।"

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, "প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমি নিজেও এলাকা পরিদর্শনে যাচ্ছি।"



banner close
banner close