বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পারিবারিক বিরোধ মেটাতে ডাকা সালিশি বৈঠকের আগে ছুরিকাঘাতে আব্দুর রহমান (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্বচাম্বী আমতলী মুসলিম পাড়ায় শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান স্থানীয় মৃত মজু মিয়ার ছেলে ও চার ভাইয়ের মধ্যে তৃতীয়।
স্থানীয়দের সহায়তায় ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকার ফিরোজ চেয়ারম্যান বাড়ির মো. কামাল ওরফে বদ-এর তিন ছেলে মো. সোহেল মিয়া (২৩), মো. রিয়াজ উদ্দিন (২২), মো. জাহেদ (৩০) এবং কামালের স্ত্রী হালিমা বেগম (৫০)।
স্থানীয় ইউপি সদস্য ছৈয়দুর রহমান জানান, নিহত আব্দুর রহমানের বড় ভাই আব্দুর শুক্কুর ও তার স্ত্রী মিনুয়ারা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় আজিজ মেম্বারের দোকানের সামনে সালিশি বৈঠকের আয়োজন করা হয়।
তবে বৈঠক শুরুর আগেই মিনুয়ারার তিন ভাই আব্দুর রহমানের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তারা একসঙ্গে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান।
পরে স্থানীয়রা অভিযুক্তদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও মিডিয়া) আব্দুল করিম বলেন, “পারিবারিক কলহের জেরে এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে আটক করেছে। তদন্ত অব্যাহত রয়েছে।”
আরও পড়ুন:








