সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

সখীপুরে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধার মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি:

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৫ ২২:৩২

শেয়ার

সখীপুরে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধার মৃত্যু
ছবি বাংলা এডিশন

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে আমেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বেলা ৩টার দিকে উপজেলার কুতুবপুর শাপলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম ওই এলাকার মজিবর রহমানের স্ত্রী।

নিহতের পুত্রবধু ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৈদ্যুতিক পানির পাম্পের তার থেকে গোসলখানার টিনের বেড়াসহ একটি ঘর বিদ্যুতায়িত হয়ে প্রতিবেশী ভাতিজা বউ পারুল আক্তার আহত হন। আহত পারুলকে দেখতে গিয়ে আমিনা বেগম অসাবধানতাবশত বিদ্যুতায়িত ঘরে স্পর্শ করেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আমেনা বেগমকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রায়হান ফকির বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই আমেনা বেগমের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়।পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



banner close
banner close