খুলনার আফিলগেট রেলক্রসিংয়ে মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনার পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসটি আফিলগেট রেলক্রসিং অতিক্রম করার সময় একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. জাকির হোসেন বলেন, “আফিলগেট রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।”
দুর্ঘটনার খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে। রেললাইন থেকে ট্রাক সরিয়ে নিতে রেলওয়ে ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টা চলছে।
রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার ফলে মহানন্দা এক্সপ্রেসের যাত্রা স্থগিত হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ থাকবে।
আরও পড়ুন:








