ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফুটবলে মাঠে অর্থনীতি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের ও বিশ্ববিদ্যালয়ের কর্মরত বিভিন্ন পত্রিকার সংবাদ প্রতিনিধি (শিক্ষার্থীদের) মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
কমিটিতে — বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমানকে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিমকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোঃ লুৎফর রহমান, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাঃ কামরুজ্জামান, আইসিটি বিভাগের অধ্যাপক ড. মুহা. শরিফুল ইসলামকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রকৃত কারণ, তথ্য উদঘাটন ও প্রয়োজনীয় সুপারিশ করার জন্য অনুরোধ করা করা হয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের তিন সাংবাদিককে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ দেয় ভুক্তভোগী সাংবাদিকরা। মারধরের শিকার ভুক্তভোগী সাংবাদিকরা হলেন— বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বার্তা২৪-এর প্রতিনিধি নূর ই আলম; আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও দৈনিক আমাদের বার্তার প্রতিনিধি আরিফ বিল্লাহ; এবং দৈনিক আজকালের খবরের প্রতিনিধি রবিউল আলম।
প্রসঙ্গত, অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরাও সাংবাদিকদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী হামলা ও শিক্ষার্থীদের লাঞ্ছনার বিচার চেয়ে’ পাল্টা অভিযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর। উভয় ঘটনার প্রকৃত কারণ, তথ্য উদঘাটনে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন:








