সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

অনিয়মে জড়িত নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম স্ট্যান্ড রিলিজ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৫ ১৮:৫৬

শেয়ার

অনিয়মে জড়িত নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম স্ট্যান্ড রিলিজ
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলোচিত নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, সাইফুল ইসলামকে এলজিইডির সদর দপ্তর, ঢাকায় সংযুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৭ জুলাইয়ের মধ্যে নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান সিরাজগঞ্জে যোগদান করবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে চার্জ হস্তান্তর না হলে সাইফুল ইসলাম স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।

দুই বছরেরও বেশি সময় ধরে সিরাজগঞ্জে কর্মরত সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম, নিম্নমানের কাজ, ঠিকাদার হয়রানি, বিল প্রদানে গড়িমসি, অতিরিক্ত জামানত আদায়, রোলার ভাড়া ও কমিশন বাণিজ্যের অভিযোগ উঠে। এসব অভিযোগ তদন্ত করছে এলজিইডি ও দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিশেষ করে তাড়াশ উপজেলার বারুহাস-কুন্দইল সড়কের ১২ কোটি টাকার প্রকল্পে অনিয়ম এবং মৃত ব্যক্তিদের নামে স্বাক্ষর দেখিয়ে ভুয়া মাস্টার রোল তৈরি করে কয়েক কোটি টাকা উত্তোলনের প্রমাণও পাওয়া গেছে বলে একটি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এছাড়া, ডিজিটাল দরপত্রে কারচুপি, কাজ না করেই বিল উত্তোলন, দরপত্রবিহীন কাজ বাস্তবায়ন ও সরকারি-বৈদেশিক অর্থায়নে পরিচালিত প্রকল্পের তদন্তে অসহযোগিতার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

স্থানীয় ঠিকাদাররা জানান, প্রকৌশলী সাইফুল ইসলামের নেতৃত্বে বারবার অনিয়ম হলেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। এতে জেলার উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা নেমে আসে এবং ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দকৃত ২৭ কোটি টাকার উন্নয়ন বাজেটও অনুপভোগী থেকে যায়।

সদ্য যোগদানকারী নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান বলেন, “আমি আজ সিরাজগঞ্জে যোগদান করেছি। দ্রুত সময়ের মধ্যে দায়িত্ব বুঝে নেব।”

সাইফুল ইসলামের সিরাজগঞ্জে পদায়নের পেছনে সাবেক এমপি ও এলজিইডির কো-চেয়ারম্যান শফিকুল ইসলামের সহযোগিতার অভিযোগও উঠেছে।



banner close
banner close