বাউফলে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়ানো এক ঘটনার পরিপ্রেক্ষিতে পটুয়াখালীর বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
৯ জুলাই ২০২৫ তারিখে বাংলা এডিশন-এ প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে উঠে আসে—বাউফল উপজেলায় জামায়াতে ইসলামীর এক পরিচিত নেতার গণসংযোগে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় এক প্রভাবশালী নেতা, উপজেলা কমিটির সদস্য সচিব, প্রকাশ্যে অংশগ্রহণ করেন। এ ঘটনাটি প্রকাশ্যে আসার পর গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
সংবাদটি ছড়িয়ে পড়ার পর কয়েকটি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে।
এরপরই পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দল তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেয়—দলীয় শৃঙ্খলা, আদর্শ ও নীতিবিধির সঙ্গে সাংঘর্ষিক এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া যাবে না। ফলস্বরূপ, সংগঠনের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
দলীয় একাধিক সূত্র জানিয়েছে, এ ঘটনার মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় জেলা পর্যায়ে নতুন, আদর্শবান, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্ব দিয়ে পুনর্গঠনের কাজ শুরু হবে।
আরও পড়ুন:








