সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

বাউফলে জামায়াত নেতার গণসংযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৫ ১৬:৩২

আপডেট: ১৪ জুলাই, ২০২৫ ১৬:৩৩

শেয়ার

বাউফলে জামায়াত নেতার গণসংযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব
ছবি বাংলা এডিশন

বাউফলে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়ানো এক ঘটনার পরিপ্রেক্ষিতে পটুয়াখালীর বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

৯ জুলাই ২০২৫ তারিখে বাংলা এডিশন-এ প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে উঠে আসেবাউফল উপজেলায় জামায়াতে ইসলামীর এক পরিচিত নেতার গণসংযোগে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় এক প্রভাবশালী নেতা, উপজেলা কমিটির সদস্য সচিব, প্রকাশ্যে অংশগ্রহণ করেন। এ ঘটনাটি প্রকাশ্যে আসার পর গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

সংবাদটি ছড়িয়ে পড়ার পর কয়েকটি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে।

এরপরই পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দল তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেয়দলীয় শৃঙ্খলা, আদর্শ ও নীতিবিধির সঙ্গে সাংঘর্ষিক এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া যাবে না। ফলস্বরূপ, সংগঠনের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, এ ঘটনার মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় জেলা পর্যায়ে নতুন, আদর্শবান, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্ব দিয়ে পুনর্গঠনের কাজ শুরু হবে।



banner close
banner close