সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

৩ ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৫ ১৪:০৩

আপডেট: ১৪ জুলাই, ২০২৫ ১৪:০৪

শেয়ার

৩ ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে সোনাখালি লেভেলক্রসিং এলাকায় বিকল ট্রাক সরিয়ে নেওয়ায় তিন ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে রেকার দিয়ে ট্রাক অপসারণ করায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, সোমবার সকাল ৮টার দিকে ট্রাক বিকলের ঘটনা ঘটে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক রুটের সোনাখালি ক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক আটকে যায়৷ পরে চালক স্থানীয়দের সহায়তায় চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেনি। মূলত ক্রসিংয়ের সামনে বেশ কয়েকটি বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তেই ট্রাকটি আটকে গেছে৷ এতে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাজীপুর থেকে রেকার এসে বিকল হওয়া ট্রাকটি সরিয়ে নিলে তিন ঘণ্টা পর সকাল ১১টার দিকে উত্তরবঙ্গ-ঢাকা রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান বলেন, লেভেলক্রসিংয়ে বিকল হওয়া ট্রাকটি ১১টার দিকে অপসারণ করা হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।



banner close
banner close