সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

সখিপুরে ফসলি জমির মাটি উত্তোলন: হুমকির মুখে পরিবেশ ও কৃষিজমি

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৫ ১৩:৪৫

শেয়ার

সখিপুরে ফসলি জমির মাটি উত্তোলন: হুমকির মুখে পরিবেশ ও কৃষিজমি
ছবি সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএম খালি ইউনিয়নের ওহাব ঢালীর কান্দি গ্রামে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমির মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে পার্শ্ববর্তী কয়েক বিঘা জমি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রভাবশালী একটি চক্র এ কাজে জড়িত বলে দাবি করেছেন এলাকাবাসী।

ভুক্তভোগীদের পক্ষে মিলন খান নামের এক ব্যক্তি সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে এলাকার সেলিম বেপারী ও সাইফুল খানের নেতৃত্বে ড্রেজার মালিক সোবহান আকন ও কালু মাটি উত্তোলন করে বিক্রি করে আসছেন।

স্থানীয়দের অভিযোগ, নিষেধ করেও প্রতিকার মিলছে না। গণ্যমান্য ব্যক্তিরাও চক্রটির বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারছেন না। জমি ধসে পড়ার ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ওই এলাকায় বড় ধরনের পরিবেশ বিপর্যয় ঘটতে পারে।

ভুক্তভোগী মিলন খান বলেন, “আমাদের ফসলি জমি ধ্বংসের মুখে। প্রতিবছর এই জমিগুলো থেকে প্রচুর ফসল উৎপাদন হয়। চাষাবাদই আমাদের প্রধান জীবিকা। কিন্তু মাটি উত্তোলনের প্রতিবাদ করায় হুমকির মুখে পড়েছি।”

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহেরুল হক বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”



banner close
banner close