সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ নারী নিহত

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৫ ১৩:৩৩

শেয়ার

বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ নারী নিহত
ছবি: প্রতীকী

বান্দরবানে গভীর রাতে ট্রান্সফরমার বিস্ফোরণের পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন নারী প্রাণ হারিয়েছেন। রোববার (১৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের দেওয়াই হেডম্যান পাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ওরকান ম্রো (৭১), রাওলেন ম্রো (৪০) ও তুমলে ম্রো (১৭)। তিনজনই সুয়ালক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দেওয়াই হেডম্যান পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের নির্জনে পাড়ার পাশে স্থাপিত একটি ট্রান্সফরমার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘরগুলোর বিদ্যুৎ সংযোগে অতিরিক্ত ভোল্টেজ ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা মিটার বন্ধ করতে গিয়ে একে একে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই ওরকান ও রাওলেন মারা যান এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান তুমলে ম্রো।

সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা জানান, রাত ২টার দিকে স্থানীয় লোকজন তাকে তিনজনের মৃত্যুর খবর দেন। দুর্গম পাহাড়ি এলাকায় মোবাইল নেটওয়ার্ক দুর্বল হওয়ায় দ্রুত তথ্য সংগ্রহ সম্ভব হয়নি।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও মিডিয়া) আবদুল করিম এবং পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ঘটনাস্থলে একটি দল পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ও বিস্ফোরণের উৎস শনাক্তে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



banner close
banner close