‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারণ্যের ক্ষমতায়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে সোমবার (১৪ জুলাই) সকালে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক বিপ্লব বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সায়েদুজ্জামান চৌধুরী।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন—কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীন মিয়া, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কনসালট্যান্ট ডা. মো. নূরুস সাফা চৌধুরী এবং পিএইচডি'র উপপরিচালক ডা. ডেনিয়েল হোসেন।
সভা সঞ্চালনা করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদক আল্লাম আসিফ।
বক্তারা বলেন, একটি সুস্থ, সমৃদ্ধ ও সুশৃঙ্খল সমাজ গঠনে জনসংখ্যা বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা প্রদান অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন:








