সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র ও টাকাসহ চারজন গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধ

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৫ ১০:২২

আপডেট: ১৪ জুলাই, ২০২৫ ১০:২৯

শেয়ার

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র ও টাকাসহ চারজন গ্রেফতার
ছবি সংগৃহীত

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ডাকাত নবী হোসেন গ্রুপের চার সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে চৌদ্দ লাখ টাকা ও বিদেশি অস্ত্র এসএমজি উদ্ধার করা হয়। রবিবার সন্ধ্যায় সেনাবাহিনী ও এপিবিএন পুলিশ পরিচালিত অভিযানে ক্যাম্প ১১-এর সি/৬ ব্লকের মাঝি কেফায়েত উল্লাহর বাড়িতে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন যৌথ বাহিনীর কক্সবাজার গণমাধ্যম শাখার কর্মকর্তা। আটককৃতরা হলো-১১ নম্বর ক্যাম্পের মো. আনাস ও কেফায়েত উ্ল্লাহ ৯ নম্বর ক্যাম্পের মনসুর ও ইয়াসের আরাফাত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা আরসার কমান্ডার নবী হোসেন গ্রুপের সক্রিয় সদস্য। যৌথ বাহিনী জানায়, ক্যাম্পের মাঝি কেফায়েত উল্লাহর বাড়িতে অস্ত্র ব্যবসায়ী ইলিয়াসের সঙ্গে বিদেশি অস্ত্র বেচাকেনার জন্য টাকার লেনদেন চলছিল। এ তথ্যের ভিত্তিতে অভিযানে নামে যৌথবাহিনী। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইলিয়াস পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে চার জনকে অস্ত্র, নগদ টাকাসহ আটক করা হয়।



banner close
banner close