সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

সিরাজগঞ্জে শিশুকন্যা হত্যা: সৎমায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৫ ২৩:০৭

শেয়ার

সিরাজগঞ্জে শিশুকন্যা হত্যা: সৎমায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামে সাত বছর বয়সী এক শিশুকে বস্তাবন্দি করে হত্যা করার অভিযোগ উঠেছে তার সৎমায়ের বিরুদ্ধে। নিহত শিশুটির নাম হাজেরা খাতুন। গত রোববার (১৩ জুলাই) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রাত পর্যন্ত খোঁজ না মেলায় সন্দেহ হলে বাড়ির ভেতরে খুঁজে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাজেরা কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী। তার বাবা হারুন অর রশীদ পাবনার একটি মাদরাসায় শিক্ষকতা করেন। প্রায় এক দশক আগে হাজেরার মা দোলনা খাতুন অন্যত্র চলে যাওয়ার পর মেয়েটি বাবার কাছেই বড় হচ্ছিল। পরে হারুন দ্বিতীয় বিয়ে করেন রুবি খাতুনকে। এই দম্পতির আয়মান ও সালমান নামের যমজ পুত্রসন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন হাজেরা স্কুল শেষে বাড়িতে ফিরে সৎমায়ের ঘরে যায়। এরপর থেকেই তাকে আর দেখা যায়নি। সন্ধ্যার পরও হাজেরার খোঁজ না মেলায় বাড়ির লোকজন সন্দেহ করেন। একপর্যায়ে ঘরের ভেতরে একটি বালতির মধ্যে বস্তাবন্দি অবস্থায় হাজেরার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘরে তালা ঝুলানো ছিল এবং সৎমা রুবি খাতুন পলাতক ছিলেন।

স্থানীয় বাসিন্দা শাহ আলম বলেন, “স্কুল থেকে এসে মেয়েটি সৎমায়ের কাছে গিয়েছিল। পরে ঘর তালাবদ্ধ দেখে সন্দেহ হলে আমরা খোঁজ করি। পরে বালতির মধ্যে তার মরদেহ পাই।”

হাজেরার ফুফু হাসি খাতুন বলেন, “শিশুটি কী অপরাধ করেছিল যে এমন নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হলো? আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।”

নিহতের দাদি মনোয়ারা খাতুন বলেন, “আমার নাতনির এমন নির্মম মৃত্যুর বিচার চাই। এমন জঘন্য কাজ মাফযোগ্য নয়।”

এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) মো. রবিউল ইসলাম বলেন, “বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলা টিপে বা বালিশচাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। সৎমাকে আটকের জন্য অভিযান চলছে।”

ঘটনাটি এলাকায় চরম ক্ষোভ ও শোকের সৃষ্টি করেছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।



banner close
banner close