সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

আশুলিয়ায় মুক্তিপণের পর কিশোরকে গলা কেটে হত্যা, মূল অভিযুক্ত গ্রেপ্তার

ঢাকা উত্তর প্রতিনিধি:

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৫ ১৭:২২

শেয়ার

আশুলিয়ায় মুক্তিপণের পর কিশোরকে গলা কেটে হত্যা, মূল অভিযুক্ত গ্রেপ্তার
ছবি সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় অপহরণের পর ১২ বছর বয়সী এক কিশোরকে গলা কেটে হত্যার অভিযোগে রাব্বানী (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ জুলাই) দুপুরে আশুলিয়া থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহীনুর কবির।

গ্রেপ্তারকৃত রাব্বানী নওগাঁ জেলার মান্দা থানার ছুতিপুর গ্রামের মিলন মোল্লার ছেলে। নিহত কিশোর জীবন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার বাওরগাতি এলাকার মজিবুর শেখের ছেলে। সে পরিবারের সঙ্গে আশুলিয়ার কাঠগড়া এলাকায় বসবাস করতো।

পুলিশ জানায়, গত ১০ জুলাই জীবন শেখকে অপহরণ করে রাব্বানী। এরপর তার বাবার মোবাইলে ফোন করে মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় জীবনের বাবা আশুলিয়া থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আজ (রবিবার) ভোরে রাব্বানীকে গ্রেপ্তার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাঠগড়া এলাকার একটি জঙ্গল থেকে জীবনের মরদেহ উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বানী স্বীকার করেছে যে, কথাকাটাকাটির জেরে সে জীবনকে অপহরণ করে গলা কেটে হত্যা করে এবং মরদেহ ফেলে দেয় আশুলিয়ার গলাকাটা মোড় এলাকায়।”

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত রাব্বানীকে দুপুরেই আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।



banner close
banner close