সিরাজগঞ্জে জাপানি নির্মাণপ্রতিষ্ঠান আইএইচআই-এর প্রকল্প এলাকা থেকে দীর্ঘদিন ধরে মূল্যবান মালামাল চুরির অভিযোগ উঠেছে। এসব চুরির বিরুদ্ধে প্রতিবাদ করায় মাসুদ রানা (৩১) নামের এক নিরাপত্তাকর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে সংঘবদ্ধ চোরচক্র। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
আহত মাসুদ রানা সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর গ্রামের ওমর ফারুকের ছেলে। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, যমুনা সেতুর ডাব্লিউডি-২ প্যাকেজের আওতায় জাপানি প্রতিষ্ঠান আইএইচআই একটি বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্প এলাকা থেকে প্রতিনিয়ত সাটার, তার, রড, অ্যাঙ্গেল, পাইপ, এমএস প্লেটসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ ও স্ক্র্যাপ মালামাল চুরি হচ্ছে।
গত ১০ জুলাই দুপুরে প্রকল্প এলাকায় দায়িত্ব পালনকালে মাসুদ রানা হঠাৎ করে বহিরাগত একদল যুবকের হামলার শিকার হন। ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো ও মারধর করা হয়। হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় মাসুদ রানা সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী মাসুদ রানা জানান, “কয়েকদিন আগে মাসুদ হাসান শিপন, সোনাই, তারা সহ কয়েকজন চোরচক্র সদস্য আমাকে মালামাল সরিয়ে দিতে প্রস্তাব দেয়। আমি রাজি না হওয়ায় এবং বিষয়টি ফাঁস হওয়ার আশঙ্কায় তারা আমাকে হত্যাচেষ্টা চালায়।”
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রকল্পটি বিদেশি প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হওয়ায় স্থানীয় পর্যায়ে তদারকির অভাব রয়েছে। এতে করে সংঘবদ্ধ একটি চক্র প্রতিদিন ৫০০ থেকে ৬০০ কেজি মালামাল প্রকাশ্যে পাচার করছে। কর্তৃপক্ষের উদাসীনতায় চোরচক্রের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকল্প এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন:








