সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

জামিরতা-গুধিবাড়ি সড়কে বেহাল দশা: বৃষ্টিতেই বিপর্যস্ত ২০ হাজার মানুষের যাতায়াত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৫ ১৬:৩৩

শেয়ার

জামিরতা-গুধিবাড়ি সড়কে বেহাল দশা: বৃষ্টিতেই বিপর্যস্ত ২০ হাজার মানুষের যাতায়াত
ছবি বাংলা এডিশন

সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা-গুধিবাড়ি সড়ক। সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ ও গর্তের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন দুই ইউনিয়নের অন্তত ২০ হাজার মানুষ। এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার ও মেরামতের দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জামিরতা বাজার থেকে গুধিবাড়ি হয়ে লোহিন্দাকান্দি পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন পোরজনা ও কৈজুরী ইউনিয়নের অন্তত ১৪টি গ্রামের মানুষ যাতায়াত ও পণ্য পরিবহন করে। কয়েকদিনের বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভাঙা জায়গাগুলোতে জমে থাকা পানি ও কাদা পথচারী ও যানবাহনের জন্য মারাত্মক বিপজ্জনক হয়ে উঠেছে।

ভুক্তভোগীরা জানান, সড়কটির খানাখন্দে প্রায়ই অটোরিকশা ও পণ্যবাহী ভ্যান উল্টে দুর্ঘটনা ঘটছে। এতে যাত্রী ও চালক আহত হওয়ার পাশাপাশি যানবাহন ও মালামালের ক্ষতি হচ্ছে। স্থানীয় ব্যাটারিচালিত ভ্যানচালক আনিস, রাসেল, আকবর আলী ও মোবারক হোসেন বলেন, "ভাঙা রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। যাত্রীও কমে গেছে, আয়-রোজগারেও টান পড়েছে। পরিবার-পরিজন নিয়ে কঠিন সময় পার করছি।"

এলাকার রইচ উদ্দিন, মাহবুব আলম, ফরহাদ হোসেন, কাবিল উদ্দিনসহ অনেকে জানান, জামিরতা বাজারে প্রতিদিন হাজারো মানুষ কৃষিপণ্য, শাকসবজি, গবাদিপশু, খাদ্যদ্রব্যসহ বিভিন্ন কেনাবেচার জন্য আসেন। সড়কের দুই পাশে রয়েছে একাধিক স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্যাংক, ওষুধের দোকান, বাজার ও কর্মক্ষেত্র। অথচ যানচলাচলের অনুপযোগী সড়কের কারণে শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

বিশেষ করে শিক্ষার্থীরা সড়কের গর্ত ও কাদা-পানিতে পড়ে বই-খাতা ও পোশাক নষ্ট হয়ে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। অনেকেই মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হচ্ছে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রকৌশলী এ.এইচ.এম. কামরুল হাসান রনি বলেন, “বর্তমানে এই সড়কের সংস্কারের জন্য কোনো প্রকল্প অনুমোদিত হয়নি। অনুমোদন পেলেই দ্রুত মেরামত কাজ শুরু হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, “পোরজনা ইউনিয়ন পরিষদের প্রশাসককে সড়কটি দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।”

জনদুর্ভোগের এ চিত্র নিরসনে স্থানীয়দের প্রত্যাশা-দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সড়কটি সংস্কার করে তাদের যাতায়াতে স্বস্তি ফেরানো হোক।



banner close
banner close