সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

বাঁশখালীতে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা: ১০ লাখ টাকা লুট, আহত পিতা-পুত্র

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৫ ০৯:২৭

শেয়ার

বাঁশখালীতে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা: ১০ লাখ টাকা লুট, আহত পিতা-পুত্র
ছবি সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের সরকার বাজারে মো. আব্দুল করিম কোম্পানী (৫৮) নামে এক ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে ১০ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় আবুল হোসেন ভুট্টুর দোকানের সামনে সড়কের ওপর এ ঘটনা ঘটে।

আহত আবদুল করিম কোম্পানী জানান, “সাগর থেকে একটি মাছ ভর্তি ট্রলার আসার পর সেটি ক্রয়ের জন্য বাড়ি থেকে নগদ ১০ লাখ ২০ হাজার টাকা নিয়ে বাজারে আসি। শেখেরখীল সরকার বাজারে পৌঁছার পর স্থানীয় মৃত বদি আলমের ছেলে জাহাঙ্গীর আলম আমাকে ডাক দিয়ে দাঁড় করায়। তখন তার ছেলে ছাত্রলীগ নেতা ইয়াছিনসহ ৮-১০ জন মিলে আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে টাকাসহ সব কিছু ছিনিয়ে নেয়। এসময় খবর পেয়ে আমার ছেলে মো. সেকান্দর দৌড়ে এলে তাকেও মারধর করে এবং হত্যার হুমকি দিয়ে চলে যায়।”

স্থানীয়রা আহত পিতা-পুত্রকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হামিদ আক্তার বলেন, “আহত আবদুল করিম কোম্পানী ও তার ছেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

অভিযুক্ত জাহাঙ্গীর আলম ঘটনার সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার সঙ্গে আবদুল করিমের কোনো বিরোধ নেই। অন্য কারো সঙ্গে হয়েছে। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা চলছে।”

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “এ বিষয়ে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনায় মামলা প্রস্তুতির চলমান প্রক্রিয়ার কথাও জানা গেছে।



banner close
banner close