সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

টোবাকো কোম্পানিতে শ্রমিক ধর্মঘট, ৮ দফা দাবিতে বিক্ষোভ

ঢাকা উত্তর প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৫ ০৮:১৫

শেয়ার

টোবাকো কোম্পানিতে শ্রমিক ধর্মঘট, ৮ দফা দাবিতে বিক্ষোভ
ছবি সংগৃহীত

বহুজাতিক সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশে (বিএটি) ৮ দফা দাবিতে ধর্মঘটে নেমেছেন প্রতিষ্ঠানটির সাভার কারখানার শ্রমিকরা।

শনিবার বিকেল থেকে সাভারের আশুলিয়ায় অবস্থিত কারখানার প্রধান ফটকে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছেন প্রায় দেড় হাজার প্রোডাকশন ভেন্ডরভুক্ত শ্রমিক। তারা অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরে কাঁচামাল বহন, প্যাকিং, মেশিন সাপোর্ট, ক্লিনিংসহ উৎপাদন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে।

শ্রমিকরা জানান, রাজধানীর মহাখালী থেকে কারখানাটি আশুলিয়ায় স্থানান্তরের পর বেতন ৪ থেকে ৫ হাজার টাকা কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও স্বাস্থ্য ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা, ইনক্রিমেন্ট, পার্থক্য ভাতা এবং বাজার মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামোর পুনর্বিন্যাসের মতো গুরুত্বপূর্ণ দাবি দীর্ঘদিনেও বাস্তবায়িত হয়নি।

ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে—

১. পূর্বের বেতনের ভিত্তিতে বেতন পুনঃনির্ধারণ

২. ঝুঁকি ভাতা ও স্বাস্থ্যসেবা সুবিধা প্রদান

৩. বাৎসরিক লাভের অংশ থেকে উপযুক্ত বোনাস

৪. ন্যায্য ইনক্রিমেন্ট ও মূল্যস্ফীতি অনুযায়ী বেতন কাঠামো পুনর্বিন্যাস

৫. স্থায়ী নিয়োগের সুযোগ

৬. কর্মপরিবেশের উন্নয়ন

৭. কাজের স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিতকরণ

৮. মানবিক আচরণ ও শ্রমিক অধিকার রক্ষা

ব্রিটিশ আমেরিকান টোবাকোর আশুলিয়া কারখানাটি চলতি বছরের ১ জুলাই থেকে উৎপাদনে যাচ্ছে। এখানে স্থানীয় বাজারের পাশাপাশি রপ্তানির জন্যও সিগারেট উৎপাদিত হচ্ছে।

ধর্মঘট সম্পর্কে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি কোম্পানির নজরে এসেছে। তবে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মনীষা আব্রাহামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ধর্মঘট চলমান রয়েছে।



banner close
banner close