দেশব্যাপী আলোচিত কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়িতে দুই সন্তানসহ নারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আটজনের তিন দিনের রিমান্ড শেষে আজ রবিবার দুপুরে আদালত তোলা হবে। মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার চক্রবর্তী গতকাল শনিবার সন্ধ্যায় কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৯ জুলাই কুমিল্লার আমলি আদালত-১১-এর বিচারক মমিনুল হক আট আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন—কড়ইবাড়ি গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া (৫৫), রবিউল আওয়াল (৫৫), আতিকুর রহমান (৪২), মো. বায়েজ মাস্টার (৪৩), দুলাল (৪৫), আকাশ (২৪), মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)।
গত ৩ জুলাই উপজেলার কড়ইবাড়ি গ্রামে ‘মব’ সৃষ্টি করে মা, মেয়ে, ছেলেসহ একই পরিবারের তিনজনকে হত্যা করা হয়।
আরও পড়ুন:








