একদিকে নতুন বিয়ের পর বৌভাতের আনন্দঘন আয়োজন, অন্যদিকে সেই উৎসবেই কান্নায় ভেঙে পড়লেন এক নারী—যিনি দাবি করছেন, তিনিই প্রকৃত স্ত্রী। এমনই নাটকীয় ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের সলঙ্গার ভরমোহনী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভরমোহনী এলাকার আজাদ মণ্ডলের ছেলে নাঈম মণ্ডল (২৫) ও একই এলাকার চাঁদ আলীর মেয়ে চম্পা খাতুনের (৩৫) মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রায় এক বছর আগে তারা গোপনে বিয়ে (নিকাহ) করে ঢাকায় বসবাস শুরু করেন। সংসার চলাকালীন তাদের ঘরে দুটি সন্তানও রয়েছে বলে দাবি চম্পার।
তবে গত শুক্রবার নাঈম নিজ এলাকায় ফিরে এসে পারিবারিকভাবে খালাতো বোন, পাঠধারী এলাকার আসলাম হোসেনের মেয়েকে বিয়ে করেন। এরপর শনিবার সকালে চম্পা খাতুন বিয়ের কাবিননামা হাতে নাঈমের বাড়িতে গিয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেন।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। একদিকে বৌভাতের প্রস্তুতি, অন্যদিকে চম্পার কান্না ও প্রতিবাদ—পুরো বাড়িজুড়ে তৈরি হয় বিচিত্র পরিস্থিতি। চম্পা জানান, স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত, স্থানীয়ভাবে টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আরও পড়ুন:








