নারায়ণগঞ্জের বিশিষ্ট শিল্পপতি মনছুর আহমেদের পরিবারকে গুম ও নির্যাতনের অভিযোগ তুলে অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার মেয়ের জামাতা এ কে এম তৌহিদুজ্জামান।
শনিবার (১২ জুলাই) দুপুরে নরসিংদী পৌর শহরের ব্রাহ্মন্দী এলাকায় নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় তিনি অভিযোগ করেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, তার শালিকা ফেরদৌস আরা ও তাদের ঘনিষ্ঠ একটি চক্র শিল্পপতি মনছুর আহমেদের হাজার কোটি টাকার সম্পদ আত্মসাৎ করতে দীর্ঘদিন ধরে তাদের পরিবারকে নানা নির্যাতনের মাধ্যমে হয়রানি করে আসছে।
তৌহিদুজ্জামান বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে আমার শ্বশুর সিঙ্গাপুরে চিকিৎসাধীন। একমাত্র ছেলের মৃত্যু ও শারীরিক অবনতিতে শাশুড়ি স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। এই দুর্বল অবস্থায় আমাদের একমাত্র কন্যা লামিয়া ইসরাত লিনাকে গুম করে হত্যার চেষ্টা করছে শামীম ওসমান পরিবারের সদস্যরা।”
তিনি আরও দাবি করেন, লামিয়া বর্তমানে ফেরদৌস আরা, নাবিল ওয়ারিশ, ইসরাত জাহান ইসমি ও মাহিরা চৌধুরীর হেফাজতে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। বিষয়টি থানাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানো হলেও কোনো সহায়তা পাননি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে এ কে এম তৌহিদুজ্জামান দ্রুত স্ত্রী লামিয়া ইসরাত লিনাসহ তার শ্বশুর-শাশুড়িকে জীবিত উদ্ধারের আহ্বান জানান এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
আরও পড়ুন:








