সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

সাভারে এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

ঢাকা উত্তর প্রতিনিধি :

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৫ ১৬:১৯

শেয়ার

সাভারে এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন
ছবি সংগৃহীত

"জনগণের সঙ্গে প্রশাসনের মনস্তাত্ত্বিক দূরত্ব রেখে সুশাসন নিশ্চিত করা যায় না" মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (১২ জুলাই) দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় সাভারের ১২টি ইউনিয়নে এ কর্মসূচির সূচনা করা হয়।

রিজওয়ানা হাসান বলেন, “মানুষ এখন আর অন্যায় সহজে মেনে নিচ্ছে না। আগে ভাবা হতো, জনগণ সংগঠিত নয়— তাই আমরা অন্যায় করবো, আমরা সংগঠিত। এখন কিন্তু জনগণও সংগঠিত হয়ে প্রতিবাদ করছে। এটা পরিবর্তনের ইঙ্গিত।”

তিনি আরও বলেন, “একটা দেশ এককভাবে ৫৩ বছর চলেছে, সেটাকে দেড়-দুই বছরে বদলানো যায় না। তবে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার তখনই ব্যর্থ হয়, যখন জনগণও ব্যর্থ হয়ে পড়ে।”

পলিথিন শপিং ব্যাগ বন্ধে কার্যকর উদ্যোগ না নেয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ব্যর্থ হইনি। বরং পরিকল্পনা ও বাস্তবায়নের ঘাটতির দিকেই মনোযোগ দিতে হবে। বুড়িগঙ্গা নদীর নিচে পলিথিন জমেছে। কীভাবে তুলে, কোথায় সংরক্ষণ করবো— সেই ব্যবস্থা ছাড়া নদী উদ্ধার সম্ভব না।”

তিনি জানান, সাভারের কর্ণপাড়া খাল ও তুরাগ নদী দখল ও দূষণ রোধে চূড়ান্ত পরিকল্পনা গৃহীত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট স্বল্পতার কারণে এখনো অনেক কাজ শুরু করা যায়নি। শিল্প-কারখানার বর্জ্য, ইটভাটা, আমিনবাজার বর্জ্য ব্যবস্থাপনা ও হেমায়েতপুর ট্যানারি সম্পর্কেও পরিকল্পনা রয়েছে। চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে।

উপদেষ্টা আরও বলেন, “শ্রমিকদের চাকরি দিচ্ছে বলে শিল্প প্রতিষ্ঠানগুলো নদী দূষণ করে চলেছে। কিন্তু নদী বাঁচিয়ে রাখে লক্ষ লক্ষ মানুষকে। ঢাকা শহরের আশেপাশের নদীগুলো থেকে কৃষক ও জেলেরা হারিয়ে যাচ্ছে। দূষণ রোধে আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।



banner close
banner close