সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৫ ১৫:৪৭

শেয়ার

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ
প্রতীকী ছবি।

ঢাকার সাভারের আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একটি পরিবারের স্বামী-স্ত্রী ও আরেকটি পরিবারের নারীসহ ৪ জন দগ্ধ হয়েছেন।

শনিবার ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদের দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- স্বামী মিজানুর, তার স্ত্রী সাবিনা বেগম, প্রতিবেশী জয়নাব বেগম ও তার ভাগিনা আশরাফুল ইসলাম।

দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, ‘শনিবার ভোরের দিকে সাভার থেকে মিজানুর রহমান ২০ শতাংশ এবং তার স্ত্রী সাবিনা বেগম ১৮ শতাংশ, জয়নাব বেগম ৪৮ শতাংশ এবং তার ভাগনে আশরাফুল ইসলামকে ৪৫ শতাংশ দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।’



banner close
banner close