সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

ঋণের বোঝায় দিশেহারা পিতা, স্ত্রীর বাধায় শিশুকন্যা বিক্রি রক্ষা পেল

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি :

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৫ ১৫:৩৩

শেয়ার

ঋণের বোঝায় দিশেহারা পিতা, স্ত্রীর বাধায় শিশুকন্যা বিক্রি রক্ষা পেল
ছবি সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় ঋণের চাপে নিজ মেয়েকে বিক্রির চেষ্টা করেছেন এক হতদরিদ্র কৃষক। তবে শেষ মুহূর্তে স্ত্রীর বাধায় রক্ষা পেয়েছে ওই তিন বছর বয়সী শিশুকন্যা।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার সিন্দুর্ণা ইউনিয়নের চর সিন্দুর্ণা গ্রামের ২ নম্বর ওয়ার্ডে। অভিযুক্ত কৃষকের নাম হাবিবুর রহমান (৩৮)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও বৃদ্ধা মাকে নিয়ে অভাব-অনটনে দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষিকাজে বড় ধরনের লোকসানের মুখে পড়েন হাবিবুর। ভুট্টা ও বাদাম চাষে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে তিনি ৫ লাখ টাকা সুদে ধার করেন। পরিশোধে অক্ষম হয়ে প্রথমে জলঢাকা এলাকার একটি ক্লিনিকে কিডনি বিক্রির চেষ্টা করেন। কিডনির মূল্য আশানুরূপ না হওয়ায়, বিকল্প পথ হিসেবে এক ব্যক্তির প্ররোচনায় নিজের শিশুকন্যাকে ৫ লাখ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেন এবং প্রাথমিকভাবে ৫০ হাজার টাকার বায়না নেন।

তবে শিশুটিকে নিতে আসার সময় হাবিবুরের স্ত্রী নূর নাহার দৃঢ় প্রতিবাদ করেন এবং সন্তানকে দিতে অস্বীকৃতি জানান। তার বাধার মুখে ক্রেতা টাকা ফেরত নিয়ে চলে যান।

এ বিষয়ে সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, "দাদন ব্যবসায়ীদের কাছ থেকে সুদে টাকা নিয়ে হাবিবুর কৃষিকাজে বিনিয়োগ করেছিলেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে সব হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। শিশুকন্যাকে বিক্রি করতে চাইলেও স্ত্রীর প্রতিবাদে সেটি ঠেকানো সম্ভব হয়।"

তিনি আরও বলেন, "তাৎক্ষণিকভাবে হাবিবুরের স্ত্রীর নামে একটি ভিজিএফ (ভিডাব্লিউবি) কার্ড প্রদান করা হয়েছে। আমরা স্থানীয়ভাবে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। একইসঙ্গে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই যেন সহযোগিতার হাত বাড়িয়ে হাবিবুরকে ঋণমুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহায়তা করেন।"

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।



banner close
banner close