সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

পদ্মায় নৌকাডুবি: নানা বাড়ি যাওয়ার পথে নিখোঁজ শিশু আয়েশা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫ ২২:৩৭

শেয়ার

পদ্মায় নৌকাডুবি: নানা বাড়ি যাওয়ার পথে নিখোঁজ শিশু আয়েশা
ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় আয়েশা খাতুন (১২) নামে এক শিশু নিখোঁজ রয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেলে উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি-জ্যাটপাড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে নিশ্চিত করেছেন পাঁকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দাহারুল ইসলাম কামাল।

জানা যায়, আয়েশা পরিবারের সদস্যদের সঙ্গে নানাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে নৌকায় পদ্মা পার হচ্ছিল। যাত্রী ও মালামালে ভর্তি নৌকাটি বোগলাউড়ি-জ্যাটপাড়া ঘাট থেকে ছেড়ে দশ রশিয়া বাজারের দিকে যাচ্ছিল। পথে হঠাৎ বৈরী আবহাওয়া ও তীব্র স্রোতে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও আয়েশা পানিতে তলিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও প্রশাসনের সদস্যরাও উদ্ধার তৎপরতায় যোগ দেন। তবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আয়েশার সন্ধান মেলেনি।

এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান কামাল বলেন, “নদী পারাপারে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আয়েশার নিখোঁজ হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।”

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সুরক্ষিত নৌকা, লাইফ জ্যাকেট ও আবহাওয়া বিবেচনায় যাত্রা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।



banner close
banner close