সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫ ১৮:১৯

শেয়ার

এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
প্রতীকী ছবি

দিনাজপুরের নবাবগঞ্জে রিতা মনি নামে এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, এসএসসি পরীক্ষায় ফেল করায় তিনি আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার দাউদপুর ইউনিয়নের আখিরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিতা ওই গ্রামের রবিউল ইসলামের মেয়ে। তিনি দাউদপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

নিহতের ভগ্নিপতি ফিরোজ কবির জানান, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফলাফল বের হলে রিতা জানতে পারেন তিনি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। এ ঘটনায় সন্ধ্যার দিকে নিজ ঘরে বিষপান করেন তিনি। পরে বিষয়টি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মাকে জানান রিতা। তার মা বাবাকে ফোন দিয়ে বিষয়টি জানালে তিনি বাড়িতে ছুটে আসেন। স্থানীয়দের সহায়তায় রিতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেয়ার পথেই মারা যান এ শিক্ষার্থী।

নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।



banner close
banner close