কিশোরগঞ্জ সদর উপজেলার চরমারিয়া গ্রামে নিখোঁজের পাঁচ দিন পর রোজা মনি (৬) নামের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) সকালে গ্রামের বাচ্চু মিয়ার পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোজা মনি স্থানীয় সুমন মিয়ার কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ জুলাই বিকেলে বাড়ির সামনের রাস্তায় খেলছিল রোজা মনি। এরপর থেকে সে নিখোঁজ ছিল। স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
শুক্রবার সকালে স্থানীয় এক ব্যক্তি পাটক্ষেতের পাশে ঘাস কাটতে গিয়ে দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে শিশুটির মরদেহ দেখতে পান। পরে এলাকায় ছড়িয়ে পড়ে সংবাদ, ঘটনাস্থলে ভিড় করেন গ্রামবাসী ও পরিবারের সদস্যরা।
রোজার ফুপাতো ভাই নাইম মিয়া বলেন, “নিখোঁজের পর থেকে আমরা পাগলের মতো খুঁজেছি। আজ সকালে এমন খবর শুনে আমাদের বুক ভেঙে গেছে।”
কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
শিশুটির মৃত্যুকে ঘিরে এলাকাজুড়ে শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, ঘটনাটি রহস্যজনক এবং এর পেছনে কোনো অপরাধের সংযোগ থাকতে পারে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের খুঁজে বের করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন:








