২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পটুয়াখালী জেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের কেউই উত্তীর্ণ হতে পারেনি। পরীক্ষায় অংশ নেওয়া ১২ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে, ফলে এসব প্রতিষ্ঠানে পাসের হার দাঁড়িয়েছে শতভাগ শূন্যতে।
বৃহস্পতিবার বরিশাল শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফলে এমন তথ্য উঠে এসেছে। ব্যর্থতার তালিকায় রয়েছে।
সদর উপজেলার মিয়াবাড়ি মডেল হাই স্কুল (১ জন পরীক্ষার্থী),
মির্জাগঞ্জের কিসমতপুর গার্লস স্কুল ২ জন, দশমিনার পূর্ব আলীপুর হাই স্কুল ৮ জন এবং দুমকির জলিশা গার্লস স্কুল ১ জন।
এদিকে, চলতি বছর পটুয়াখালী জেলায় গড় পাসের হার ৫৫.৭২ শতাংশ, যা বরিশাল বোর্ডের সামগ্রিক গড় ৫৫.১৮ শতাংশের চেয়ে কিছুটা বেশি হলেও এই চার বিদ্যালয়ের করুণ ফলাফল শিক্ষার মান নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।
সরকারি বেতন-ভাতাভোগী শিক্ষক থাকা সত্ত্বেও এমন ফলাফল হাস্যরসের জন্ম দিয়েছে সামাজিক পরিসরে। সবচেয়ে বিস্ময়ের বিষয়, ব্যর্থতার পর চার বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কারো মোবাইল নম্বরে যোগাযোগ করা যায়নি সবাই ফোন বন্ধ রেখেছেন।
জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মুজিবুর রহমান জানিয়েছেন, ‘বোর্ডের নির্দেশনা অনুযায়ী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, আমরা সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবো।’
আরও পড়ুন:








