রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাসায় মশার কয়েল জ্বালাতে গিয়ে ঘরে জমে থাকা গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ গৃহবধূ ইতি বেগম মারা গেছেন। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, আজ ভোরের দিকে ওই গৃহবধূ, তার স্বামী ও শিশুসহ একই পরিবারের তিনজনকে দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছিল। দগ্ধের পরিমাণ বেশি থাকায় তাদের সবাইকেই বার্ন ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে(এইচডিইউ) ভর্তি দেওয়া হয়েছে। আজ দুপুরের দিকে গৃহবধূ ইতি বেগম ৪৫ শতাংশ শরীরে দগ্ধ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় তার স্বামী রিপনের শরীরের ৭০ শতাংশ ও তাদের তিন বছর বয়সী মেয়ে শিশু রাফিয়া ৯০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থাও আশঙ্কাজন।
বৃহস্পতিবার রাত দুইটার দিকে যাত্রাবাড়ী এলাকার শহীদ ফারুক সড়কের গলির ভেতর একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ভোরের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসে।
আরও পড়ুন:








