সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

প্রাণহানির আশঙ্কায় লামায় ৭৫ রিসোর্ট সাময়িক বন্ধ ঘোষণা

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৫ ১৬:৫৩

শেয়ার

প্রাণহানির আশঙ্কায় লামায় ৭৫ রিসোর্ট সাময়িক বন্ধ ঘোষণা
ছবি বাংলা এডিশন

বান্দরবানের লামা উপজেলায় প্রাণহানির ঝুঁকি এড়াতে ৭৫টি রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢালুতে অবস্থিত এসব রিসোর্টে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দীন। তিনি বলেন, “মিরিঞ্জা ভ্যালিসহ লামার বিভিন্ন পর্যটন স্পটে অবস্থিত ৭০ থেকে ৭৫টি রিসোর্ট আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আবহাওয়ার উন্নতি হলে পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে।”

বান্দরবান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে গত ৭ জুলাই থেকে ১০ জুলাই সকাল ৬টা পর্যন্ত এলাকায় ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরও বলেন, “আগামী শুক্র ও শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকলেও ১৩ জুলাই (রবিবার) থেকে আবার মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।”

উল্লেখ্য, পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টির ফলে ভূমিধস ও অন্যান্য দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন পর্যটকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।



banner close
banner close