টানা বর্ষণে মরিচ চাষে বিপর্যয় নেমে এসেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায়। এক সপ্তাহের ব্যবধানে মরিচের দাম বেড়েছে তিন গুণেরও বেশি। একদিনের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ৯০ থেকে ১০০ টাকা পর্যন্ত।
১০ জুলাই (বৃহস্পতিবার) সকালে উপজেলার কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, টানা বৃষ্টির ফলে নিচু জমিগুলোতে পানি জমে অধিকাংশ মরিচ গাছ মরে গেছে। বৃষ্টির কারণে যেসব গাছে মরিচ এসেছে সেগুলোও সংগ্রহ করতে পারছেন না কৃষকরা। এতে বিপাকে পড়েছেন উপজেলার কয়েক হাজার মরিচ চাষি। বাজারে সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ করেই লাফিয়ে বেড়েছে মরিচের দাম।
ঝিটকা বাজারের আড়তদাররা জানান, একদিন আগেও বিন্দু মরিচ ১২০ থেকে ১৩০ টাকা এবং কারেন জাতের মরিচ ১৫০ টাকা কেজিতে বিক্রি হলেও বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২১০-২২০ টাকা এবং ২৫০ টাকা কেজিতে। অথচ এক সপ্তাহ আগেও এসব মরিচের দাম ছিল মাত্র ৪০-৬০ টাকা কেজি।
বাল্লা ইউনিয়নের দক্ষিণ গোড়াইল গ্রামের চাষি ইব্রাহিম মিয়া জানান, তিনি তিন বিঘা জমিতে মরিচ চাষ করেছেন। শুরুতে ফলন ও দাম দুটোই ভালো থাকলেও টানা বৃষ্টিতে জমিতে পানি জমে মরিচ ঝরে পড়ছে। ফুল আসা বন্ধ হয়ে গেছে, গাছও মরে যাচ্ছে।
উপজেলার কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান বলেন, চলতি মৌসুমে উপজেলায় ১,৮৬৫ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে ৫০ হেক্টর বেশি। তবে জমিগুলো নিচু হওয়ায় বৃষ্টির পানিতে ক্ষতি হয়েছে ব্যাপক। আবহাওয়া অনুকূলে থাকলে পরিস্থিতির উন্নতি হতে পারে।
বাজারে চাহিদা অনুযায়ী মরিচের সরবরাহ না থাকায় দাম বেড়েছে বলে জানান কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল হোসেন। তবে সরবরাহ বাড়লে মূল্য আবারও কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন:








