সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

হুইলচেয়ারে স্বস্তির পরশ: অসুস্থ রেজাউল করিমকে সহায়তা জামায়াত ইসলামী’র

ঝিনাইদাহ প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৫ ১৪:৫১

শেয়ার

হুইলচেয়ারে স্বস্তির পরশ: অসুস্থ রেজাউল করিমকে সহায়তা জামায়াত ইসলামী’র
ছবি বাংলা এডিশন

দীর্ঘদিনের অসুস্থতায় শয্যাশায়ী মোঃ রেজাউল করিম (পিতা: মোঃ আরশাদ আলী) জীবনযুদ্ধে হার না মানা এক নাম। তাঁকে একটু স্বস্তি দিতে এগিয়ে এলো ৪নং হলিধানী ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে মঙ্গলবার, ৮ জুলাই রেজাউল করিমকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়।

দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে গৃহবন্দী হয়ে আছেন রেজাউল করিম। এমন এক সংকটময় সময়ে জামায়াতে ইসলামীর এ উদ্যোগ কেবল মানবিক নয়, সমাজের প্রতি এক সচেতন বার্তা বহন করে।

হুইলচেয়ার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী হলিধানী শাখার আমির মোঃ জাকির হোসেন, সেক্রেটারী মোঃ সমিদুল ইসলাম, হলিধানী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহমান আল আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই হুইলচেয়ার কেবল একটি যন্ত্র নয়; এটি রেজাউল করিমের জন্য বাইরের পৃথিবীর সঙ্গে সংযোগের এক নতুন দুয়ার খুলে দিয়েছে।

আশা করা যায়, সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ তাঁর চিকিৎসা ও পুনর্বাসনে আরও সহায়তার হাত বাড়িয়ে দেবেন।



banner close
banner close