শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এই অভিযান পরিচালনা করে।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণজোড়া সীমান্তের মারেকপাড়া এলাকায় টহল দল অবস্থান নেয়। এক পর্যায়ে সীমান্ত অতিক্রম করে আসা একটি চোরাকারবারি দলকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৬ হাজার ৪৩২ পিস ভারতীয় ‘পন্ডস ফেইস ওয়াশ’ জব্দ করা হয়। জব্দকৃত প্রসাধনীর বাজারমূল্য আনুমানিক ১৯ লাখ ২৯ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান, পিপিএম বলেন, “বিজিবি সব সময়ই সীমান্তে টহল জোরদার রাখছে এবং অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে তৎপর রয়েছে।”
আরও পড়ুন:








