এক বাছুর, পাঁচটি পা! শুনতে অবাক লাগলেও বাস্তবেই ঘটেছে এমন বিস্ময়কর ঘটনা। টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় এক কৃষকের বাড়িতে জন্ম নিয়েছে এমন এক ব্যতিক্রমী গরুর বাছুর, যার শরীরে স্বাভাবিক চার পায়ের পাশাপাশি রয়েছে আরেকটি বাড়তি পা। এই অস্বাভাবিকতা ঘিরে শুরু হয়েছে গ্রামে চাঞ্চল্য।
ঘটনাটি ঘটেছে গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর গারালিয়া পাড়া গ্রামে। স্থানীয় কৃষক মো. শাহিন মিয়ার গাভীটি গত শনিবার সন্ধ্যায় একটি বাছুর প্রসব করে। সবকিছু ঠিকঠাক মনে হলেও, কিছুক্ষণ পরই পরিবারের সদস্যরা চমকে যান বাছুরটির সামনের অংশে বাড়তি একটি পা স্পষ্ট দেখা যাচ্ছে। পেছনে দুইটি ও সামনে তিনটি পা নিয়ে বাছুরটি চলাফেরা করছে স্বাভাবিকভাবেই।
প্রথমে ভয় পেলেও দ্রুতই পরিবারটি বুঝে ফেলে এটি কোনো রোগ বা দুর্ঘটনা নয়, বরং এক বিরল প্রাকৃতিক বিস্ময়। এমন ঘটনায় মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে, আর তখন থেকেই আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ ছুটে আসছেন ‘পাঁচ পা’-ওয়ালা বাছুরটি এক ঝলক দেখার জন্য। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ ভিডিও করে সামাজিক মাধ্যমে আপলোড করছেন, কেউ আবার দেখে যাচ্ছেন নীরবে বিস্ময় নিয়ে।
জীবনে এমন কিছু কখনও দেখিনি, বললেন গ্রামের প্রবীণ বাসিন্দা মো. মুক্তার হোসেন। গরুর পাঁচ পা হয়- এটা আগে শুনিনি, বিশ্বাসও করিনি। আজ নিজের চোখে দেখে সত্যিই হতবাক।
বাছুরটির মালিক মো. শাহিন মিয়া জানালেন, প্রথমে ভয় পেয়ে গেছিলাম। পরে ডাক্তার দেখিয়ে বুঝেছি এটি কোনো সমস্যা না, বরং এক বিরল ব্যাপার। অনেকে বলছে এটা সৌভাগ্যের ইঙ্গিত। এখন আমরা বাছুরটির জন্য বিশেষ যত্ন নিচ্ছি।
গোপালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোর্শেদ বলেন, এটি জেনেটিক মিউটেশনের কারণে হয়ে থাকতে পারে। যদিও এমন ঘটনা পৃথিবীতে খুবই বিরল, তবে এতে বাছুরটির স্বাস্থ্যে বড় ধরনের কোনো প্রভাব পড়বে না, যতক্ষণ না অন্য কোনো জটিলতা দেখা দেয়।
আরও পড়ুন:








