ফেনীতে টানা বর্ষণ ও পানির তীব্র স্রোতে সোনাগাজী উপজেলার নবাবপুর, আমিরাবাদ ও চরদরবেশ ইউনিয়নের নদী তীরবর্তী এলাকায় ফের আগ্রাসীরূপে ভাঙন দেখা দিয়েছে। পানির তোড়ে ধসে পড়েছে উপজেলার তিনটি সড়ক। এতে বন্ধ রয়েছে যানচলাচল।
ভাঙনের ঝুঁকিতে রয়েছে মসজিদ ও বসতবাড়ি। ফলে আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ে বসবাসরত মানুষজন।
সরেজমিন দেখা যায়, উপজেলার নবাবপুরের মজুপুর গ্রামে কালিদাস পাহালিয়া নদীর পাড়ে ফের ভাঙন শুরু হয়েছে। চরদরবেশ ইউনিয়নের সাঈদপুর গ্রামে ছোট ফেনী নদী অংশে আগ্রাসীরূপে ফসলি জমিসহ ভাঙছে নদীর পাড়। এ ছাড়া আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সোনাপুর গুচ্ছগ্রাম অংশে ফেনী নদীর তীর ভেঙে তলিয়ে যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বড় ফেনী নদী ও ছোট ফেনী নদী থেকে দীর্ঘবছর অবৈধ বালু উত্তোলনের প্রভাবেই এ ভাঙন তীব্র হচ্ছে। পাশাপাশি গত বছরের বন্যায় মুছাপুর রেগুলেটর বিলীনে নদীগুলো হারিয়েছে স্বাভাবিক গতিপথ। এতে প্রতিনিয়ত সরাসরি জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ছে।
এ ব্যাপারে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, ‘তিন এলাকায় নদী ভাঙন ও তিনটি স্থানে সড়ক ধসে পড়ার ঘটনায় পানি উন্নয়ন বোর্ড, এলজিইডিসহ সংশ্লিষ্ট দফতরকে জানানো হয়েছে। মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শুরু করতে বলা হয়েছে। বৈরি আবহাওয়ায় দফতরগুলোর কাজ শুরু হতে বিলম্ব হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চরদরবেশ ইউনিয়নের সাঈদপুর গ্রামে ছোট ফেনী নদীর ভাঙন অংশে মেরামতের কাজ শুরু করা হয়েছে। এ ছাড়া সড়কগুলো চলাচল উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’
আরও পড়ুন:








