সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

মিরসরাইতে ঝিরিতে পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৫ ২০:৩০

আপডেট: ৯ জুলাই, ২০২৫ ২০:৩০

শেয়ার

মিরসরাইতে ঝিরিতে পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু
ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে গহীন পাহাড়ে বেড়াতে গিয়ে ঝিরিতে পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাদের সঙ্গে থাকা আরও তিনজনকে একদিন পর উদ্ধার করা হয়েছে; যারা পথভুলে গহীন পাহাড়ে আটকে পড়ে।

ওই উপজেলার আরেক স্থানে রূপসী নামের ঝর্ণায় আটকে পড়া ঢাকার বিভিন্ন কলেজের আট শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

এই দুই ঘটনার মধ্যে জোরারগঞ্জ দক্ষিণ সোনাপাহাড় এলাকার মেলখুম ঝিরিপথ থেকে ‘পথ হারানো তিনজনকে বুধবার দুপুরে উদ্ধারের পর দুই শিক্ষার্থীর মৃতদেহের সন্ধান পায় ফায়ার সার্ভিস।

নিহত দুই শিক্ষার্থীর গালিব ও হৃদয় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।

উদ্ধার তিনজন হলেন- ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রায়হান এবং অপর দুইজন হলেন সায়েম ও মিরাজ।

জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম বলেন, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তিন শিক্ষার্থী এবং স্থানীয় সায়েম ও মিরাজ আলাদা আলাদাভাবে মঙ্গলবার পাহাড়ে গিয়েছিলেন। পরে সবাই মিলে মেলখুম ঝিরিপথে যায়।

ওসি বলেন, ‘তাদের মধ্যে গালিব ও হৃদয়ের মৃত্যু হয় পাহাড়ি ঝিরিতে পড়ে। গহীন পাহাড়ি এ এলাকায় মোবাইলের নেটওয়ার্ক নেই। যার কারণে অন্য তিনজন কারো সঙ্গে যোগাযোগ করতে পারেনি এবং পথভুলে তারাও ঝিরিপথে আটকা পড়ে।’



banner close
banner close