সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

বাগেরহাটে এক কোটি টাকার মালামালসহ ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৫ ১৯:০২

শেয়ার

বাগেরহাটে এক কোটি টাকার মালামালসহ ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
ছবি সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে হ্যামকো কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান অ্যাঞ্জিন মেটাল ইন্ডাস্ট্রিজে সংঘটিত ডাকাতির ঘটনায় প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ। তিনি জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ডাকাতির মালসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে আরও সাতজনকে আটক করা হয়।

উদ্ধার মালামালের মধ্যে রয়েছে ১০ টন অ্যালুমিনিয়াম বার, এক টন তামা এবং ২.৫ টন তামার তার, যার বাজারমূল্য আনুমানিক এক কোটি দুই লাখ টাকা।

গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন সরাসরি ডাকাতিতে অংশ নেন, দুজন মালামাল কেনেন এবং বাকি দুজন কারখানার নিরাপত্তাকর্মী, যারা ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

৪ জুলাই রাতে ফকিরহাটের কাটাখালিতে অবস্থিত কারখানায় নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের বেঁধে রেখে মালামাল লুট করা হয়। পরদিন প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক থানায় মামলা দায়ের করেন।

পুলিশ সুপার জানান, ঘটনার তদন্ত চলছে এবং গ্রেপ্তারদের অন্য কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কোম্পানির নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেও দায়ী করে ভবিষ্যতের জন্য ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



banner close
banner close